২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

আজ দায়িত্ব নিচ্ছেন মেয়র তাপস

  সমকালনিউজ২৪

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসাবে আজ দায়িত্ব নিচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার বিকেলে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। পরে অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন ডিএসসিসি’র নতুন এ মেয়র। ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় শুক্রবার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সারাদেশে চলমান করোনা মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।’

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে বর্তমান সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে মেয়র হিসেবে শপথ নেন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ফলে আজ তার মেয়াদ শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে