২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

আত্রাইয়ে দোল উৎসব উপলক্ষে পূজা-অর্চনা ও শোভাযাত্রা

 নাজমুল হক নাহিদ,নওগাঁ সমকালনিউজ২৪

নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল-পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে।

উৎসবটি পালন উপলক্ষে বৃহস্পতিবার আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সংলগ্ন মন্দির, বান্ধায়খাড়া কালি মন্দির, ভবানীপুর চৌধুরী বাড়ি মন্দির, ভবানীপুর বড়-বাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজা অনুষ্ঠানের সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্রের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। পূজা শেষে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ আবির খেলায় মেতে ওঠে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই আবির খেলা।

এ ছাড়া বেলা ১১টায় ভবানীপুর বাজার কালীবাড়ি মন্দির থেকে একটি দোল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্ব মন্দিরে গিয়ে শেষ করে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নওগাঁ বিভাগের সর্বশেষ
নওগাঁ বিভাগের আলোচিত
ওপরে