
বরগুনার আমতলীর একে স্কুল ফায়ার সার্ভিস এলাকায় বুধবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে নৌবাহিনী, পুলিশ ট্রাফিক (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ এম আর এস সাইদ বিএন এবং আমতলী থানার এস আই নাসরিন এসআই ওয়ালি উল্লাহ ও , আমতলী ট্রাফিক ইনচার্জ সোয়েইব ইসলাম,টিএস আই কামাল,নুরজামাল সহ নৌবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা। অবৈধ যানবাহন চলানোর অভিযোগে বাস, ট্রাক সিএনজি মোটর সাইকেল যানবাহন থেকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন, ও ৮ টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছেন।
নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ এম আর এস সাইদ বিএন বলেন অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।































