১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

আমতলীতে জমি বিরোধ’কে কেন্দ্র করে বশত ঘরে হামলা, আহত-২

 এস এম নাসির মাহমুদ,আমতলী থেকেঃ সমকাল নিউজ ২৪


বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোনা উঠা গ্রামে জমি বিরোধ কে কেন্দ্র করে বসতঘরে হামলা ও বিভিন্ন প্রজাতির আম,কাঠাল নারিকেল লেবু ও রেনট্রি গাছ সহ কমপক্ষ ৫০টি গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মো, হানিফ জোমাদ্দার গংদের বিরুদ্ধে।

স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায় ছোনা উঠা গ্রামের মোঃ শাহ আলম জোমাদ্দার গং পূর্বপুরুষ দাদা তালই হতে শুরু করে প্রায় একশ বছর ধরে নিজ বাড়িতে বসবাস সহ বিভিন্ন প্রজাতির গাছপালা রোপন করে ভোগ দখল করে আসছে। এরই মধ্যে তার সৎ ভাই’র জালিয়াতি করা একটি ভুয়া দলিল দ্বারা একই গ্রামের হানিফ জোমাদ্দার গং উক্ত জমি দাবি করে। এ নিয়ে কয়েকবার সালিশ ব্যবস্থা হয়েছে এমন কি বরগুনা আদালতে মামলা চলমান রয়েছে। কোন সালিশি ব্যবস্থাই তারা মানে না। ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় শাহ আলম জমাদ্দার বাড়ীতে না থাকার সুযোগে মো, হানিফ জোমাদ্দারের নেতৃত্বে মো, কাদের, হানিফ জোনাদ্দারের জামাই মোঃ রেজাউল, মো, মামুন, আঃ রহমান মো, ইলিয়াছ রনি ও মাহমুদাসহ ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল বাড়িতে ঢুকে বসত ঘর, পাকের ঘর, লেট্টিন ভাঙচুর করে ও বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ টি গাছ কাটিয়া ফেলে।

তখন শাহ আলম জোমাদ্দারের মেয়ে জামিলা ও তার মা ফাতেমা বেগম বাধা দিতে আসলে তাদেরকেও মারধর করে ও জামিলা ভিডিও করতে গেলে তার হাতে থাকা একটি দামী মোবাইল ফোন হানিফ জোমাদ্দারের মেয়ের জামাই রেজাউল ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক চিৎকার শুনে স্হানীয় মো, সালাম জোমাদ্দার, মোঃ কবির আকন মো, আবুবক্কার বাধা দেয়, তাদেরকে অপমান করেন।

এ বিষয় নিয়ে শাহ আলম জোমাদ্দার শুক্রবার বিকেলে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আমতলী থানা অফিসার ইনচার্জ মো, আরিফুল ইসলাম বলেন এ বিষয়টির লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে