ব্যাপক ভোটার উপস্থিতি, কঠোর নিরাপত্তা ও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আমতলী সদর ইউনিয়নে ১৯ হাজার ৩ শত ৮৫ জন পুরুষ ও নারী ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট প্রদান করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্ধিতা করলেও ভোটের মাঠে ছিল ৩ জন।
এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ঘোড়ার প্রতিক নিয়ে ৭ হাজার ৩’শ ৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধা পেয়েছেন ৪ হাজার ৭’শ ৪৫ ভোট। (স্থানীয় সূত্রে পাওয়া)।































