১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

আ’মেরিকার সঙ্গে তাইওয়ানের চু’ক্তি, ক্ষিপ্ত চীন!

  সমকালনিউজ২৪

আমেরিকার কাছ থেকে এফ-১৬ জ’ঙ্গিবিমান কেনার জন্য ছয় হাজার ২০০ কোটি ডলারের অ’স্ত্র চুক্তি করেছে তাইওয়ান। তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় অ’স্ত্র চু’ক্তি। এ চুক্তির কারণে তাইওয়ান ও আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন চুক্তির আওতায় আমেরিকা তাইওয়ানের কাছে ৯০টি এফ-১৬ জ’ঙ্গিবিমান বিক্রি করবে। আগামী ১০ বছর ধরে তাইওয়ান এসব বি’মান হাতে পাবে। গতকাল (শুক্রবার) ওয়াশিংটন একথা ঘোষণা করেছে। তাইয়ানকে যেসব বি’মান দেয়া হবে তা হবে এফ-১৬ প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন।

চীন এরইমধ্যে আমেরিকাকে হুঁ’শিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে এফ-১৬ বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে। গত বছর তাইওয়ানকে আমেরিকা ৬৬টি এফ-১৬ বিমান সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিল। বেইজিং তখনই আমেরিকাকে তাইয়ানের সঙ্গে অ’স্ত্র চু’ক্তি করা থেকে বিরত থাকার আ’হ্বান জানায়।

১৯৯২ সালে তাইওয়ানকে সর্বপ্রথম আধুনিক ও উন্নতমানের জ’ঙ্গিবিমান সরবরাহ করে ওয়াশিংটন। তবে চীন সবসময় বলে আসছে তাওয়ান তার নিজের ভূখণ্ড এবং তাইপেকে আ’লাদা করে অ’স্ত্র সরবরাহ করা এক চীন নীতির লঙ্ঘন। তাইওয়ানের সঙ্গে আমেরিকার অ’স্ত্র চু’ক্তিকে চীন তার অ’ভ্যন্তরীণ বি’ষয়ে হ’স্তক্ষেপ বলে মনে করে। সূত্র: পার্সটুডে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
আন্তর্জাতিক বিভাগের সর্বশেষ
ওপরে