২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

আর কত ঘুষ খাবেন, সকালে পাউরুটি’তো এক পিছই খান : অর্থমন্ত্রী

 অনলাইন ডেস্কঃ সমকালনিউজ২৪
আর কত ঘুষ খাবেন, সকালে পাউরুটি’তো এক পিছই খান : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্য বলেছেন, আর (ঘুষ) কত খাবেন। সকাল বেলা পাউরুটিতো একপিছই খান। আগে টাকার অভাবে খেতে পারে নাই। এখন টাকা থাকলে রোগ-শোকের কারণে একপিছের বেশি খেতে পারেন না। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসছে বাজেট উপলক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪০তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সভা সঞ্চালনা করেন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। সভায় দেশের শীর্ষ ব্যবসায়ীসহ এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে থেকেই ঘোষণা আসবে হয়রানি মুক্ত হবে আয়কর এলাকা। আমি এনবিআর চেয়ারম্যানকে বলে দিয়েছি আপনি যত খুশি ভ্যাট/কর নেন। কিন্তু একজন লোকও যাতে ব্যাথা না পান। কেউ যাতে আমার কাছে কোনো অভিযোগ নিয়ে না আসে।

উপস্থিত ব্যবসায়ী ও এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে মুস্তফা কামাল বলেন, নবী করিম (স). বলেছেন, ঘুষ খেওনা ও ঘুষ দিওনা। ঘুষ খেলে ও ঘুষ দিলে উভয়কেই জাহান্নামে যেতে হবে। আজ থেকে আপনারা কেউ ঘুষ খাবেন না। ঘুষি দিবেনও না। তিনি বলেন, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ে যেকোনো অভিযোগ জানাতে একটি ফোন নম্বর থাকবে। সেখানে ২৪ ঘন্টা লোক থাকবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে কোনো কোর্ট-কাচারি লাগবে না। ৭ দিনের মধ্যেই আমি অ্যাকশন নিব।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
অর্থনীতি-ব্যবসা বিভাগের আলোচিত
ওপরে