ঢাকার আশুলিয়ায় গোকুলনগরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি দুতলা বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এ পর্যন্ত এক নারী জ’ঙ্গিকে আ’টক করা হয়েছে।
বাসার ভেতরে বিপুল বি’স্ফোরক মজুদ থাকার ধারণা করছে পুলিশ। এ কারণে ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব স্কোয়াড।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গোকুলনগর বাজার সংলগ্ন দুই তলা বাড়িটি ঘিরে ফেলে জেলা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
অভিযানের এক পর্যায়ে এক নারীকে আ’টক করা হয়। উ’দ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম। তার সহযোগী বো’মা-বি’স্ফোরকসহ ওই বাসায় অবস্থান করছে বলে ধারণা করায় কাউকে ভেতরে যেতে দেয়া হচ্ছে না। বাড়িটি, আক্তার হোসেন নামে এক প্রবাসীর বলে জানান স্থানীয়রা।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’































