১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খাবারের সন্ধানে সুন্দরবনের ২ হরিণ পাথরঘাটায় দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা

ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  সমকালনিউজ২৪

শাহরিয়ার কবির রিমন, ইবি ::

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৫ টায় ‘এ’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. লোকমান হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন, প্রক্টর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, আল হাদীস বিভাগের প্রফেসর ড. আশরাফুল আলম।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৩টি বিভাগের মোট ২৪০টি আসনে ২ হাজার ২৩২জন ভর্তির আবেদন করেন। এর মধ্যে ১ হাজার ৮শ ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট ৪৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৪০ জনকে মেধাতালিকায় এবং বাকি ২২৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাসের উপর ভিত্তি করে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www. iu ac.bd) তে পাওয়া যাবে।

উল্লেখ্য গত ৪ নভেম্বর ইবিতে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুষ্টিয়া বিভাগের সর্বশেষ
ওপরে