২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

ইবিতে সঞ্জীবনী-৩৩ এর সম্মিলিত ব্যাচ ডে উদযাপন

  সমকালনিউজ২৪

শাহরিয়ার কবির রিমন,ইবি কুষ্টিয়া ::

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্নভাবে উদযাপিত হলেও এবার সেই গতানুগতিক নিয়ম ভেঙ্গে ভিন্ন আঙ্গিকে সঞ্জীবনী-৩৩ নামে সম্মিলিত ব্যাচ ডে উদযাপন করল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশন।

“আমরা সঞ্জীবনী, আমরা শাশ্বত উদ্যান, অন্ধকারে আলোর মশাল, আমরা গর্বিত ইবিয়ান” এই শ্লোগানে আজ বুধবার (১৫ জানুয়ারি) র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, ফ্লাশ মব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে তারা।

শিক্ষার্থীরা জানান, প্রায় প্রতি বছর ক্যাম্পাসে বিভাগভিত্তিক ব্যাচ ডে উদযাপিত হয়। সেখানে বিভাগের বন্ধুদের সাথেই আনন্দ ভাগাভাগি করা হয়। কিন্তু এবার পুরো ১৮-১৯ সেশনের সবাই মিলে আনন্দে মেতে উঠতে আমরা ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ব্যাচ ডে পালন করছি। যেখানে বন্ধুত্বের মেলবন্ধনে আবদ্ধ হয়ে সবাই একটি দিনের জন্য নিজেদেরকে হাসি আনন্দে মাতিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।

সঞ্জীবনী-৩৩ ব্যাচের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর আলম, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান।

উল্লেখ্য ২০১৯ সালের এই দিনে (১৫ জানুয়ারি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুষ্টিয়া বিভাগের সর্বশেষ
ওপরে