সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সাগর কন্যা কুয়াকাটায় ঈদ-উল-ফিতরের ছুটিতে ক্রমশ: পর্যটকের ভিড় বাড়ছে। প্রিয়জনের সাথে সময় কাটাতে আসা মানুষের ভিড়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
কুয়াকাটার জাতীয় উদ্যান, ইলিশ পার্ক, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুঁটকি পল্লী ও কুয়াকাটার জিরো পয়েন্ট এখন শিশু, কিশোর, যুবক, যুবতীসহ নানা বয়সী পর্যটকদের পদচারনায় মুখরিত।
কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা তাদের স্মার্ট ফোনে কুয়াকাটায় তাদের সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন প্রিয়জনের কাছে। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল অব্যাহত রেখেছেন।
ঈদের ছুটিতে ঢাকার মিরপুর এলাকা থেকে আসা দম্পতি নয়নিকা আহমেদ ও অপূর্ব শান্ত সমকাল নিউজ ২৪ ডট কম’কে জানান, ’আজ বৃষ্টি স্নাত সৈকতে আমরা হাত ধরে প্রকৃতির কান্নায় হেঁটেছি। সমুদ্রের বিক্ষুব্ধ হেয়ালী ঢেউ সৈকতে আছড়ে পড়া, প্রিয়জনের হাত ধরে ডুব সাঁতার। একদিকে সমুদ্রের গর্জন আর অন্যদিকে তারহাত ধরে বেঞ্চিতে বসে থাকার নির্মল আনন্দে বেশ কেটেছে আমাদের।
’কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার সমকাল নিউজ ২৪ ডট কম’কে জানান, ’ঈদ-উল-ফিতরের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড় রয়েছে। আমরাও চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তা সহ বিনোদন নিশ্চিত করতে।
’কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. মোতালেব শরীফ সমকাল নিউজ ২৪ ডট কম’কে জানান, ঈদের ছুটিতে কুয়াকাটায় আগাম বুকিং অনুযায়ী পর্যটক রয়েছে।
’মহিপুর থানার ওসি মো: সাইদুল ইসলাম সমকাল নিউজ ২৪ ডট কম’কে জানান, ’ঈদ উপলক্ষ্যে কুয়াকাটায় পর্যটক রয়েছে। পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশসহ মহিপুর থানা পুলিশ কুয়াকাটার দর্শনীয় স্থানে টহল জোরদার করা হয়েছে।




 
	


























