বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় অর্থ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার শোলক ইউনিয়নের সেনের হাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছিলো।
এ ব্যাপারে সেনেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (সামিন) খাঁন বলেন, রাত সাড়ে ৪ টার দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। এরপর এসে দেখি বেশির ভাগ দোকানসহ আমার ফার্মেসী সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কাওছার সিকদারের হোটেল ও চায়ের দোকান, আঃ হাকিম বেপারির ফার্মেসী, শোলক ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়, জহিরুল ইসলাম খাঁনের ইলেকট্রিক দোকান, মাহফুজুর রহমান খাঁনের কাপড় ও জুতার দোকান, রুবেল হাওলাদারের ইলেকট্রনিক্স দোকান, নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান,হানিফ বেপারীর হার্ডওয়্যারের দোকান, সাইদুল ইসলাম খাঁনের ফার্মেসীসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম খাঁন বলেন, আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় ৭ লক্ষ টাকার লোন নিয়ে ইলেকট্রিক ব্যবসা পরিচালনা করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি।
উজিরপুর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুর রশিদ জানান- খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।