১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

একমাস ধরে খোঁজ মিলছেনা বাক প্রতিবন্ধী যুবকের।

 মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি সমকালনিউজ২৪

জয়পুরহাটে আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে গিয়ে নিখোঁজের একমাস পরও খোঁজ মিলছেনা দিনাজপুরের বিরামপুরের মাহমুদুন নবী (২৬) নামের বাক প্রতিবন্ধী এক যুবকের।

 

সে বিরামপুর উপজেলার জগদিশপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। ঘটনায় নিখোঁজ ওই যুবকের পরিবার ওই দিনই জয়পুরহাট থানায় সাধারন ডায়েরী করেছেন।

 

মাহমুদন নবীর চাচা আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গত ১৪ ডিসেম্বর পরিবারের লোকজন মাহমুদনবীকে নিয়ে জয়পুরহাট শহরের ধানমন্ডী মহল্লায় মামা মামনুর রশীদের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায়। বেলা ১১ টার দিকে মাহমুদুন নবীর ভগ্নিপতি সাতক্ষীরার বাসিন্দা মেহেদি হাসান সাথে বাহিরে বেড়াতে বের হয়। এরপর শহরের পাঁচুর মোড় এলাকা থেকে মাহমুদুন নবী হারিয়ে যায় বলে মেহেদি হাসান তাঁদের পরিবারকে জানায়। ওই দিন জয়পুরহাট শহরে অনেক খোঁজাখুজি করেও মাহমুদুন নবীর কোন খোঁজ না পায়নি। রাতে জয়পুরহাট থানায় সাধারন ডায়েরি করে মাহমুদুন নবীর বাবা রুহুল আমিন।

 

আব্দুর রাজ্জাক জানান, মাহমুদ নবী দেখতে শ্যামা। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। সে যখন নিখোঁজ হয় তখন শার্ট, প্যান্ট এবং জ্যাকেট পরিহিত ছিলো মাহমুদুন নবী। সন্ধানদাতাকে পঞ্চাশ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করে ০১৭১০-৭১৮৮৬৫এবং ০১৭১৬-৬৬৬৬৭৩ নাম্বারে যোগাযোগ করতে সম্প্রতি জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় পোষ্টারও সাঁটিয়েছেন তাঁরা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
দিনাজপুর বিভাগের সর্বশেষ
দিনাজপুর বিভাগের আলোচিত
ওপরে