১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
আমতলী সদর ইউপি নির্বাচন হত্যা মামলার আসামি চেয়ারম্যান... মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতির ভাবীর ইন্তেকাল মতলবে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দুর্গাপুরে বেড়াতে এসে নদীতে নিখোঁজ হলো তরুন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধি শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ...

এক ওভারে ছয় ছক্কা, ২৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড

 খেলাধুলা ডেস্কঃ সমকালনিউজ২৪
এক ওভারে ছয় ছক্কা, ২৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড

বৃহস্পতিবার দুবাইয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে টি-টেন ম্যাচে ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রথম সারির ব্যাটসম্যান উইল জ্যাক। প্রস্তুতি ম্যাচে এমন ঝড়ো ইনিংস খেলে শিরোনামে উঠে এসেছেন তিনি।ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন উইল জ্যাক। ২৫ বলে সেঞ্চুরি করে পেশাদার ক্রিকেটে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন। যদিও এটি আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি পাবে না।

ল্যাঙ্কাশায়ারের বোলার স্টিফেন পেরির এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে ২৫ বলে ১১টি ছয় ও ৮টি চারে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এরই ফলে টি-টেন ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

এমন ইনিংসের পর জ্যাক বলেন, ‘সবাই বলাবলি করছিল যে এই মাঠে গড় রান ১২০ থেকে ১৩০। তাই মজা করে আমি চেষ্টা করছিলাম। আমি আসলে সেঞ্চুরির বিষয়টি নিয়ে ভাবিনি। তবে ৯৮ হওয়ার পর সেঞ্চুরির বিষয়টি মাথায় এসেছে। এটা আসলে খুবই দ্রুত ঘটেছে।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে