১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম বরগুনার বামনায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের... ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটালেন ছাতকের ইউএনও তরিকুল বরগুনায় নৌবাহিনীর পূজামণ্ডপ পরিদর্শন মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজায় ভক্ত-শুভানুধ্যায়ীদের...

এবার গান শোনা যাবে কানের দুলে, বলা যাবে কথা!

  সমকাল নিউজ ২৪

কানের দুল ব্যবহারেই শোনা যাবে গান, বলা যাবে কথা। এমনই এক অলঙ্কার তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান নোভা। নাম দেয়া হয়েছে টেক জুয়েলারি। বিশেষ এই হেডফোনটি তৈরি করা হয়েছে মুক্তা দিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়েছে কানের দুলের আদলের এই হেডফোন।

সম্প্রতি লাস ভেগাসের এক মেলায় এই বিশেষ হেডফোনটি প্রদর্শন করে প্রযুক্তি প্রতিষ্ঠান নোভা। দীর্ঘদিন ধরেই টেক জুয়েলারি নিয়ে কাজ করছে কোম্পানিটি। নোভা’র সিইও লরেন্স নোভা বলেন, কানের সাথে ক্লিপের মতো আটকানো যাবে এটি। ব্লু-টুথ সিস্টেম থাকায় ফোনের সাথে সংযোগ করা যাবে। কথা বলা এবং গানও শোনা যাবে। দেখতেও খুব সুন্দর।

প্রদর্শনীতে হেডফোনটি পরীক্ষামূলক ব্যবহার করে সন্তোষ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী। তারা বলেন, দৈনন্দিন ব্যবহারের জন্য হেডফোনটিকে বেশ উপযোগী মনে হচ্ছে তাদের। আর দেখতেও অনেক ফ্যাশনেবল।

এই ইয়ার রিং হেডফোন দীর্ঘ সময় ব্যবহারেও কানে ব্যথা বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। হেডফোন বা অলঙ্কার, যা-ই বলা হোক না কেন, এর মূল উপাদান মুক্তার হলেও সাথে ব্যবহার করা হয়েছে স্বর্ণ ও রূপা। গোল্ড প্লেটেড ইয়ার রিংয়ের দাম পড়বে ৬৯৫ ইউরো। আর সিলভার প্লেটেড’র দাম ধরা হয়েছে ৫৯৫ ইউরো।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে