২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

‘এমভি এ আর খান’ লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট ঘোষনা

  সমকালনিউজ২৪

পটুয়াখালী প্রতিনিধি :

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাহারা পটুয়াখালী জেলার বাইরে বিশেষ করে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী জেলায় প্রবেশ করা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষে পটুয়াখালী নদী বন্দরে অবস্থান করা (এমভি এ আর খান) লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে উদ্বোধন করা হয়েছে।

আজ (১৪ এপ্রিল) রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে (এমভি এ আর খান) লঞ্চে এ কোয়ারেন্টিন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ ও পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ আরো অনেকে। করোনা সংক্রমণ প্রতিরোধে এ ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন। ভাসমান এ ইউনিটে ৪০ টি ডাবল এবং ৩৮ টি সিংগেল কেবিন রয়েছে। এছাড়া ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরত ব্যক্তিদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব ব্যক্তিরা এ জেলায় প্রবেশ করবে, তাদের ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে নিরাপদ রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এ সময়ে বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং পটুয়াখালী জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
পটুয়াখালী বিভাগের সর্বশেষ
পটুয়াখালী বিভাগের আলোচিত
ওপরে