২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

এ কেমন শত্রুতা, প্রবাসীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন”

 মোঃ সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ সমকালনিউজ২৪

বরগুনায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে প্রবাসী মোঃ জামাল মোল্লার পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। ভুক্তভোগী জামাল মোল্লা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ,বদরখালী গ্রামের মৃত: খবির মোল্লার ছেলে।

প্রবাসী জামাল মোল্লা বলেন প্রায় ৫ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে মাছ চাষ করছি।

এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো তা আর হলো না।

রবিবার দিনের বেলা আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে আমার শত্রুপক্ষের লোকেরা। গভীর রাতে বিষ প্রয়োগ করে। এর পরে সকালে আমার স্ত্রী পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় মামলা করবেন জানান তিনি। এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি, আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে