২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

ঐক্যফ্রন্ট জরুরী বৈঠকে বসছে , গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে।

 অনলাইন ডেস্ক। সমকালনিউজ২৪

নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং জোটের কর্মসূচি নির্ধারণে জরুরী বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকটি আজ বৃহস্পতিবার ( ৩১ জানুয়ারী ) বিকাল সাড়ে ৩টায় জোটের আহ্বায়ক ড.কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তাঁতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন দেশে ফেরার পর এটাই হচ্ছে প্রথম বৈঠক। এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বুধবার বিকালে গণফোরামের কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিলের এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ড. কামাল হোসেন। এ সময় তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। এ ঐক্য ১৬ কোটি মানুষের। ঐক্যবদ্ধভাবে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজনীতি বিভাগের সর্বশেষ
ওপরে