২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কোম্পানীগঞ্জে মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে... পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬... ঢাকায় আটক হলেন যশোর আওয়ামী লীগ নেতা শাহারুল চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত চাঁদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ যুবক-যুবতী আটক

কালাইয়ে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

 রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি শরিফুল ইসলাম (৫০) নিহত। সোমবার (৩০ জুন) সকাল ৯টার পাঁচপাইকা গ্রামে নিজ শশ^র বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শালক জুয়েলকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

নিহত শরিফুল ইসলাম ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম তার শালক জুয়েলকে (৪০) চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে সোমবার সকালে আসেন তিনি। এ সময় পারিবারকি বিষয়ে কথা কাটাকাটির জেরে শ্যালক জুয়েল ভগ্নিপতি শরিফুলকে ছুরিকাঘাত করেন। এসময় রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জুয়েলের বাড়িঘর ভাঙচুর করে বাড়িতে থাকা গরু নিয়ে যায়।

নিহতের চাচা মো.আব্দুল্লাহ, ফুফাতো ভাই মো. আলমগীর হোসেনসহ স্বজনদের দাবি শরিফুল ইসলামকে সকালে বাসা থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শরিফুলের শ্বশুর- শ্যালক মিলে এই হত্যাকান্ড ঘটিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েলকে আটক করা হয়েছে। এ ঘটনায় কালাই থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে