২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা ঘটনায় দুর্গাপুরে আলেম-ওলামাদের ক্ষোভ

  সমকালনিউজ২৪

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

কুমিল্লায় পবিত্র কোরআন কে অবমাননা করায় সারাদেশের ন্যায় দুর্গাপুরেও আলেম-ওলামাদের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে বুধবার রাতে স্থানীয় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ৪দফা দাবি জানিয়েছেন উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি।

এ উপলক্ষে দুর্গাপুর কাচারী মাদরাসা মিলনায়তনে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি সভাপতি মুফতি মামুনুর রশিদ এর সভাপতিত্বে ওলামাগন বলেন, কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় পূজামন্ডপে মূর্তির পায়ের নিচে পবিত্র কোরআন রেখে অবমাননা করার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশে নব্বই ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যে নিরাপত্তা নিয়ে নাগরিক সুবিধা ভোগ করছেন বিশ্বে এমন দৃষ্টান্ত নজিরবিহীন। তারপরও কিছু স্বার্থান্বেষীরা বারবার ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে সকলকে শান্ত থাকার জন্য আহবান জানান। সেই সাথে ৪দফা কর্মসুচী ঘোষনা করেন (১) যারা এমন কাজের সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। (২) যে মন্ডপে এ ঘটনা ঘটেছে অবিলম্বে ওই মন্ডপ বন্ধ করতে হবে। (৩) এ ঘটনার প্রতিবাদকারী তৌহিদী জনতার উপর লাঠি চার্জ কারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। (৪) যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরো বলেন, এহেন পরিস্থিতিতে দোষী ব্যক্তিদেরকে বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যত দ্রæত ঘটনার মূল রহস্য বের করতে পারবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। দোষিদের আইনের আওতায় নিয়ে আসা প্রশাসন ইচ্ছা করলেই পারবে। যদি প্রশাসন তা করেন, উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য প্রশাসনকেই এর দায়ভার গ্রহণ করতে হবে। পরবর্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অন্যান্য কর্মসুচী ঘোষনা করবেন বলেও জানান কমিটির নেতৃবৃন্দ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ:সভাপতি মাও: অলি উল্লাহ, সহ:সভাপতি হাফেজ আব্দুল কাদির, মাও: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাও: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ডাঃ তোফাজ্জল হোসেন, সম্মনিত সদস্য মাও: সিরাজুল হক, অলি উল্লাহ, মাও: আমিনুল এহছান প্রমুখ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে