১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম বরগুনার বামনায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের... ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটালেন ছাতকের ইউএনও তরিকুল

কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ

 কুয়াকাটা প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রামের একটি বড় ইলিশ, যা ৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

 

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টায় আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিসে মাছটি আনা হয়। মাছটি কেজি প্রতি ৪ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা। মাছটি দেখতে আসা মানুষদের মধ্যে মৎস্য বন্দরে হইচই লেগে যায়।

 

জেলে ছোবাহান বলেন, ‘ইলিশ ধরার জন্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। সাগরে বড় ইলিশ পাওয়া যায় খুবই কম। সাইজে বড় হওয়ায় ভালো দামে বিক্রি হলো, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি।’

 

জমজম ফিসের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, ‘বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ ধরা পড়লে জেলেরা লাভবান হয়, আর আমরা ব্যবসায়ীরাও ভালো দামে বিক্রি করতে পারি।’

 

মাছটি কিনে নেওয়া পি এম মুসা জানান, ‘দীর্ঘদিন মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুঁজে বড় এই ইলিশটিই পেলাম। মাছটি ঠাকুরগাঁও পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি হবে।’

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুর সাহা বলেন, ‘জেলেদের জালে বড় ইলিশ এখন প্রায়ই ধরা পড়ছে। ৫৮ দিনের নিষেধাজ্ঞার ফল হিসেবে ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরা ও বড় ইলিশ পাচ্ছেন।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
পটুয়াখালী বিভাগের আলোচিত
ওপরে