কুয়াকাটার মহিপুর থানার মনহরপুর গ্রামের ভূমি দস্যু নজরুল ইসলাম (৭৪) দীর্ঘ বছর যাবৎ ৯ একর জমি যোর জবর দখলে নিয়ে ভোগ দখল করার অভিযোগ পাওয়া গেছে।
১৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে মোস্তফা ফকিরসহ একাধিক অভিযোগকারীরা বলেন, জে এল ২৭ নং ইউসুফ পুর মৌজা ২৫৬নং এস এ খতিয়ানের ২৬৫, ২৬২, ২৬৩সহ কয়েকটি দাগের অংশ হইতে মোট ৯ একর জমির মালিকানা তাদের। উক্ত জমি নিয়ে মোকাম কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে, দেংমোং নং ৪৭৮/২০২৪৷ কিন্তু মনোহর পুর গ্রামের আঃ কাদের হাওলাদারের পুত্র নজরুল ইসলামের বেপারোয়া দস্যু তার ফলে তাদের ৯ একর জমিসহ আরো অন্যান্য মানুষের প্রায় ১শ একর জমি যোর জবর ভোগ দখল করছে। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন স্বাধীনতার পর প্রকৃত ভূমি মালিক মোস্তফা ফকির (৫৮) উক্ত জমিতে বসত ঘর নির্মান করেন।
আরেক অভিযোগ কারী মোঃ সাদেক ফকির বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি বিধায় বর্তমান ওয়ারীশের সংখ্যা প্রায় ২৩ জনের বেশী, ভূমি দস্যু নজরুল ৯ ডিসেম্বর ২০ ইং ভূমি দখলসহ ১০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় প্রকৃত ভুমি মালিক ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং ১৬৩৫/২০২৪।
অভিযোগকারীর ভূমি দস্যু নজরুলের হাত থেকে ৯ একর ভূমি উদ্ধারসহ ১০ লাখ টাকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, উক্ত জমির মালিকরা তার কাছে বিক্রি করেছ, তিনি ক্রয়কৃত মালিক। তিনি কারো জমি যোর জবর দখল করেন নি।