
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি২৪) বিকাল পাঁচটায় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজার সভাপতিত্বে সদর উপজেলার, ১নং বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়। শম্ভুর পথসভায় মিছিলে মিছিলে হাইস্কুল মাঠ হাজার হাজার নারী পুরুষে জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় বক্তারা বলেন আমরা এই ইউনিয়নের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীককে সর্বোচ্চ ভোটে বিজয়ী করব । এ সভায় প্রধান অতিথি ছিলেন নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র রাইসুল আলম রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ অলিউল্লাহ অলি, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মাহিদুল ইসলাম তপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সত্তার মাতুব্বর, জেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম মজনু খন্দকার , ২নং গৌরীচন্না ইউপি চেয়ারম্যান তানভীর হোসাইন, ৩নং ফুলঝুড়ি ইউপি চেয়ারম্যান গোলাম কবির সহ বরগুনা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বরগুনার উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।































