১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

খোলা কলাম : সাম্প্রতিক সমাজ ও সততার কড়চা- আতিক রহমান

  সমকালনিউজ২৪

যে যায় মক্কা।
সে হয় হাজী।
গ্রামাঞ্চলে এরকম একটা প্রবাদ শোনা যায়।
যার ভাবার্থ দাড়ায়, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। সত্যিই তো, আজকাল চারপাশে নজর দিলেই দেখা যায়, কেউই সুযোগ হাতছাড়া করছে না।
যে যেমন করে পারছে, লুটছে।
সত্যকে মিথ্যা সাজিয়ে, গু’জব বানিয়ে, তথ্যবিভ্রাট ও গোপন করে, যার যেমন করে সুযোগ, সে তেমন করে লুটে নিচ্ছে।
আহা, এ যেন হ’রিলুটের রাজত্ব।

সাহস ও সুযোগের অভাবে আমরা অনেকেই ভাল থাকি। ভাল থাকার চেষ্টা করি।
সাহসের বিষয়টা আপেক্ষিক।
একবার অপরাধ করে কোন বিচারের সম্মুখীন না হলেই সাহস বেড়ে যায়।
আর সুযোগ, তাতো এখন ঘাটে ঘাটে।
যেহেতু উচু থেকে নিচু, সবস্তরেই দু’র্নীতি নামক মস্তভুত জেঁকে বসেছে, সেখানে সুযোগ পাওয়াটা নস্যি ব্যাপার।

সুযোগ পেয়েও সৎ থাকাটাই আসল সততা।
সম্প্রতিকালের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সততা শব্দটা প্রায় বিলুপ্তির পথে।
যাদের ভাল জানতাম, যাদের আদর্শ মেনে নিজেকে তাদের মত করে ভাবতাম, তারা আসলে সুযোগ পেয়ে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে নি।
অতএব তাদের কাছ থেকে আর কি শেখার আছে।
অনেক মানু্ষ আছে যারা সততার মুখোশ পড়ে থাকে। আসলে তারা আদর্শ বেচে খায়।
বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ তারা নিজেদের স্বার্থের কারনে জলাঞ্জলি দেয়।
এরকম লোক গুলা সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক।
স্বার্থ হাসিলের জন্য তারা হিংস্রাত্মক আচরন করতেও দ্বিধাগ্রস্ত হয় না।

আমাদের সবার উচিত এরকম মুখোশধারী মানুষদের চেনা ও চিনিয়ে দেয়া ! চিরতরে বর্জন করা।

বি :দ্র : – কোন নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে আমার লেখাটা নয়। সামগ্রিক চিত্র অবলোকন করে নিজস্ব মুক্তবুদ্ধির চর্চার জন্যই লেখা।
তাই এটাকে রাজনীতির সাথে গুলিয়ে না ফেলার অনুরোধ রইলো

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ফিচার বিভাগের সর্বশেষ
ওপরে