১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

গত চার বছরে কোন দল কেমন খেলেছে?

 খেলাধুলা ডেস্কঃ সমকালনিউজ২৪
গত চার বছরে কোন দল কেমন খেলেছে?

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের দ্বাদশ বিশ্বকাপে দশটি দল অংশ নিচ্ছে৷ গত চার বছরে একদিনের ক্রিকেটে দলগুলোর পারফর্মেন্স কেমন ছিল?

১. ইংল্যান্ড
ভারতীয় চ্যানেল ‘নিউজ১৮’ জানাচ্ছে, ২০১৫ বিশ্বকাপের পর থেকে ১৪ মে পর্যন্ত ইংল্যান্ড ৮৬ ম্যাচ খেলে ৫৬টি জিতেছে, হেরেছে ২৩টিতে৷ এই সময়ে খেলা ১৯টি সিরিজ/টুর্নামেন্টের ১৪টি জিতেছে ইংল্যান্ড৷ শুধু তাই নয়, গত চার বছরে ওয়ানডেতে ৪০০-র বেশি রান হয়েছে পাঁচবার৷ এর মধ্যে চারটিই ইংলিশদের৷ এই সময় একদিনের ইতিহাসে সর্বোচ্চ দুটি রানের সংগ্রহও (অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১, পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪ রান) করেছে ইংল্যান্ড৷

২. ভারত
ইংল্যান্ডের মতো ভারতও ৮৬টি ম্যাচ খেলে ৫৬টিতে জিতেছে৷ তবে তারা ইংল্যান্ডের চেয়ে চারটি ম্যাচ বেশি হেরেছে৷ অবশ্যে এই সময়ে টানা দ্বিপক্ষীয় সিরিজ জেতার রেকর্ড করেছে তারা৷ ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা নয়টি সিরিজ জিতেছে ভারত৷

৩. দক্ষিণ আফ্রিকা
গত চার বছরে দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলেছে ৭৪টি৷ এর মধ্যে জিতেছে ৪৭টি, হেরেছে ২৬টি৷ ফলে জয়/পরাজয় অনুপাতে তিন নম্বরে আছে তারা৷ ‘নিউজ১৮’-এর তৈরি করা তালিকায় (১৪ মে পর্যন্ত) এবারের বিশ্বকাপে অংশ নেয়া দশ দলের পারফর্মেন্স জানার চেষ্টা করা হয়েছে৷

৪. নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকার চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে কিউইরা৷ অর্থাৎ, তারা খেলেছে ৭৬টি ম্যাচ৷ এর মধ্যে জয় পেয়েছে ৪৩টিতে, আর হেরেছে ৩০টি৷

৫. আফগানিস্তান
দিন দিন ক্রিকেটের নতুন শক্তি হয়ে উঠছে যুদ্ধবিধ্বস্ত এই দেশ৷ রশিদ খান গত চার বছরে ৫৪ ম্যাচে ১২৩ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন৷ এই সময় আফগানিস্তান খেলেছে ৬১টি ম্যাচ৷ জিতেছে ৩৩টিতে, হেরেছে মোট ২৪টি৷

৬. বাংলাদেশ
আফগানিস্তানের সমান ম্যাচ (৬১টি) খেলে একটি ম্যাচ কম জিতেছে (৩২টি) টাইগাররা৷ হেরেছে ২৫টিতে৷ মুস্তাফিজুর রহমান ৪৪ ম্যাচে ৮৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে থাকা রশিদ খানের পরেই আছেন৷

৭. অস্ট্রেলিয়া
ভাবছেন এত পরে কেন অসিরা? তাহলে জেনে নিন, ২০১৮ সালে খেলা ১৩টি ওডিআই-এর ১১টিতেই হেরেছে তারা৷ এর আগে ২০১৭ সালে ১৫ ম্যাচের আটটিতেই হেরেছিল সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া৷ সবমিলিয়ে গত চার বছরে ৭৬টি ম্যাচ খেলে অসিরা জিতেছে মাত্র ৩৭টিতে৷

৮. পাকিস্তান
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে দুই ম্যাচে সাড়ে তিনশ’র বেশি রান করেছে পাকিস্তান৷ তবে গত চার বছরে তাদের পারফর্মেন্স খুব একটা ভালো ছিল না৷ এই সময়ে ৭৮টি ম্যাচের মাত্র ৩৫টিতে জয়ের দেখা পেয়েছে৷ আর হেরেছে ৪০টিতে৷

৯. ওয়েস্ট ইন্ডিজ
২০১৫ সালের বিশ্বকাপের পর ১৪ মে পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে মাত্র ১৯টিতে হাসিমুখে বাড়ি ফিরতে পেরেছে প্রথম দুই বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ৷

১০. শ্রীলঙ্কা
১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সময়টা ভালো যাচ্ছে না৷ ফলে তালিকায় তাদের অবস্থান একেবার তলানিতে৷ গত চার বছরে ৮৪ ম্যাচ খেলে তারা হেরেছে ৫৫টিতে৷ আর জিতেছে মাত্র ২৩টি৷

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে