২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ভাংচুর-আগুন

  সমকালনিউজ২৪

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাংচুরের পর তাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন না।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত লাঠিসোটাসহ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা আসবাবপত্র ভাংচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে প্লাস্টিকের বেশ কয়েকটি চেয়ার পুড়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

 

স্থানীয়দের ধারণা, গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতায় পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার এবার দল থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে মনোনয়ন নেন। ফলে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে লড়বেন তিনি। তারই ধারাবাহিকতায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরাই এ আগুন লাগাতে পারে।

 

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান অভিযোগ করেছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেয়ায় ধানের শীষ নিয়ে মনোনয়ন পেয়েছেন। এর জেরে বিএনপি অফিসে আগুন লাগায় দুর্বৃত্তরা।

 

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সঙ্গে যোগাযোগের চেষ্টায় করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে জানতে গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

গাইবান্ধা ফায়ার সার্ভিসের ডিউটি ইনচার্জ মো. আব্দুল বাতেন জানান, বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে