১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খাবারের সন্ধানে সুন্দরবনের ২ হরিণ পাথরঘাটায় দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা

গ্রাম বাংলার ঐতিহাসিক খেলা নিয়ে পালন করা হলো পহেলা বৈশাখ

 আলমগীর হোসেন টাঙ্গাইল সমকালনিউজ২৪

পহেলা বৈশাখ মানেই বাঙালীর আনন্দের দিন ইলিশ পান্তার পাশাপাশি গ্রামে যেন নেমে আসে এক আনন্দের মেলা নতুন জামাই তার বউ কে নিয়ে গুরে বেড়ানো মেলায় গিয়ে বিভিন্ন খেলা উপভোগ করা এ যেন আরেক ঈদ।

এমনই ব্যাতিক্রম কিছু খেলা নিয়ে টাঙ্গাইল পৌর সভার কাজীপুর মোমেন স্কুলে পালিত হলো পহেলা বৈশাখ, বেশ কয়েকটি খেলার মধ্যে দর্শকরা ব্যাপক আনন্দ উপভোগ করেন “মেয়ের বাবা বনাম ছেলের বাবা হা ডু ডু খেলা” খেলায় দু পক্ষের ৭ জন + ৭ জন মোট ১৪ জন খেলোয়ার অংশ গ্রহন করেন,মেয়ের বাবার পক্ষের টিম লিডার ছিলেন মো. মাসুদ, ছেলের বাবার পক্ষের টিম লিডার ছিলেন সাইফুল ইসলাম নান্নু রেফারির দায়িত্ব পালন করেন মো.ইউসুফ আলী ও মো.আয়নাল হক। ৪৫ মিনিট খেলা হয়ে গেলেও কোন পক্ষই গেম না করায় উভয়কেই বিজয়ী ঘোষণা করেন।পাশাপাশি বাচ্চাদের বিস্কুট খেলা, সু্ঁই সুতার খেলা, ছেলেদের সাঁতার, এক কলা গাছের খেলা, বড়দের পানিতে বেলুন খেলা, মেয়েদের চেয়ার খেলা, বাচ্চাদের নৃত্য সহ আরো অনেক খেলা উপভোগ করেন।

পরিশেষে সবার জন্য লটারির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার ১০,১১,১২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার স্বার্না কাজীপুর উত্তর পাড়ার কৃতি সন্তান মো.আব্দুল হালীম মো.মাজেদুর রহমান মো.আব্দুল লতিফ সহ সমাজের বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জহিরুল মোমেন,চেয়ারম্যান মোমেন স্কুল অধ্যক্ষ ছালমা মোমেন, মোমেন স্কুল টাঙ্গাইল।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
টাঙ্গাইল বিভাগের সর্বশেষ
টাঙ্গাইল বিভাগের আলোচিত
ওপরে