
বরগুনার বেতাগীতে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে ‘গ্রাহক সেবা পক্ষ’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বেতাগী উপজেলা নিরীক্ষা অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি কোডেক ফোকাল পার্সন রাশেদুর রেজা সহকারি পরিচালক, এরিয়া ম্যানেজার কাজী আল মামুন, মোঃ মজিবুর রহমান শাখা ব্যবস্থাপক বেতাগী শাখা (কোডেক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক সমাজের জন্য অভিশাপ। তরুণ প্রজন্মকে সচেতন করে তোলাই এ ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধের মূল উপায়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।
উদ্যোগটি বাস্তবায়ন করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এবং সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সিরাজুল ইসলাম উপ প্রোগ্রাম অফিসার বেতাগী।






























