২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

চলন্ত বাস থেকে জবি ছাত্রকে ফেলে দিল হেলপার

 নিজস্ব প্রতিনিধিঃ সমকালনিউজ২৪
চলন্ত বাস থেকে জবি ছাত্রকে ফেলে দিল হেলপার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বাসটির হেলপার। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বনানী ক্যান্টনমেন্টের এমইএইচ এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মেরাজ ইবনে রশিদ নৃ-বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।

জানা যায়, ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে জায়গা না পেয়ে ‘বিকাশ পরিবহন’-এর বাসে করে বাসায় ফিরছিলেন মেরাজ। এ সময় ছাত্রদের হাফ ভাড়া নিতে অস্বীকার করলে বাসের হেলপারের সঙ্গে মেরাজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মেরাজকে বাস থেকে জোর করে নামিয়ে দিতে চায়। এরপর বনানী ক্যান্টনমেন্টের এমইএইচ এলাকায় চলন্ত বাস থেকে মেরাজকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের হেল্পার। এ সময় আহত অবস্থায় মেরাজকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবহনের শিক্ষার্থীরা বনানী এলাকায় রাস্তা অবরোধ করে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আমাদের এক শিক্ষার্থী বনানী এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি জানা মাত্রই স্থানীয় থানায় যোগাযোগ করেছি এবং নিজে সেখানে যাচ্ছি। পুলিশের সাথে বসে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আহত হওয়ার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি। বাস এবং বাসের হেলপার আমাদের হেফাজতে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসছেন আর শিক্ষার্থী প্রতিনিধিরা আমাদের সাথে আছেন। তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলে আমরা পুয়োজনীয় ব্যবস্থা নেব।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে