১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খাবারের সন্ধানে সুন্দরবনের ২ হরিণ পাথরঘাটায় দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা

চাঁদপরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন এর এসএসসি কেন্দ্র পরিদর্শন।

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি। সমকালনিউজ২৪

চাঁদপুর সদর উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। আজ ২রা ফেব্রæয়ারী সকাল ১০ টায় প্রথম দিনের পরীক্ষা শুরু হওয়ার পরপরই তিনি ঐ সকল পরীক্ষা কেন্দ্রে যান এবং পরীক্ষা কক্ষগুলো পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক, জেলা প্রতিবন্ধী সেবা কার্যালয়ের কর্মকর্তা সুমন নন্দী এবং ওই এ কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুননবী, উপজেলা একাডেমীক সুপারভাইজার সুমন কুমার দাস, কেন্দ্র সচিব দুলাল কৃষ্ণ ঘোস উপস্থিত ছিলেন।

 

সারা দেশের ন্যায় বরগুনায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু।

 

সারা দেশের ন্যায় আজ ০২ ফেব্রুয়ারী রোজ শনিবার বরগুনায়ও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।

এ বছর বরগুনা জেলায় ২১ টি কেন্দ্রে মোট ১১ হাজার ৬ শত ৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার পরপরই কয়েকটি পরীক্ষা কেন্দ্র বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ পরিদর্শণ করেণ।

এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট ও সরকারী দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিগণ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার খাতিরে কেন্দ্রগুলোতে কড়া নজরদারী করছেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে