১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

চাঁদপুরের উপজেলা পর্যায়ের সেরা তহশিলদার মোঃ জামাল উদ্দিন খান!

 নজরুল ইসলাম,চাঁদপুর// সমকালনিউজ২৪

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা – ২০১৯ এর উপজেলা পর্যায়ে সেরা তহশিলদার হিসাবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা (উত্তর) ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন খান।

এছাড়া তিনি এবছরই শ্রেষ্ঠ আয়কর আদায়কারী হিসেবে পুরস্কৃত হয়েছেন। সম্প্রতি, ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা সমাপনী অনুষ্ঠানে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজা সেরা তহশিলদার মোঃ জামাল উদ্দিন খানকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

এসময় কানুনগো আব্দুল্ল্যা আল মাহমুদ, নাজির পিন্টু লাল সাহা, সার্ভেয়ার কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, সেবা সপ্তাহে মোট ৫ লাখ ৬৩ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। ৭১৪ জন সেবা গ্রহিতা সেবা গ্রহণ করে, অনলাইনে ১১০ টি নামজারির আবেদন করা হয় এবং চূড়ান্ত হয় ৮১ টি।

এদিকে উপজেলা পর্যায়ে সেরা তহশিলদার মোঃ জামাল উদ্দিন খান তার এই সফলতার জন্য সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সঠিক ও সরকারের উন্নয়ন তরান্বিত কাজের অগ্রগতির দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে