১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

চাঁদপুরে আগুনে  তিনটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের আহাজারি

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ সমকাল নিউজ ২৪


চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর আহাজারি। পরিবারগুলোর খোলা আকাশের নিচে বসবাস করার উপক্রম হয়েছে।

শুক্রবার  ১৫ মার্চ  সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের হাজী বাড়িতে এ  আগুনের  ঘটনাটি  ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি দল  স্থানীয়দের সহায়তায়   আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত  ওই বাড়ির দিনমজুর খোরশেদ আলম খোকা, বিল্লাল হোসেন ও স্বামী পরিত্যক্তা লিলু বেগমের বসতঘরের আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে  যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। পবিত্র রমজান মাসের রোজার সময় ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোর  চরম দুর্ভোগ  পড়তে হলো।

রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে।

ফরিদগঞ্জ ফায়ার সর্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে