১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

চাঁদপুরে  ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ  আটক-১

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুর থেকেঃ সমকাল নিউজ ২৪

চাঁদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (২৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১ এপ্রিল সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মোঃ আলেক মিয়ার ছেলে। সে কুমিল্লা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক ক্রয় করে চাঁদপুরসহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয় বলে পুলিশ কে জানায়।

জানা যায়, চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডের বাবুরহাট সবুর খানের পেট্রোল পাম্পের সামনের পাঁকা রাস্তার উপর রোববার রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্ল্যাহ ও এএসআই সাইফুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইসমাইলের প্যান্টের ডান পকেট থেকে কস্টিব মোড়ানো ৫টি নিল প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। পরে তাকে আটক করে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে