৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হেলথ্... উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, অর্ধকোটি... পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১০০ একর বনভূমি... খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন...

চিরিরবন্দরে শাশুড়ির হাতে বউ খু’ন

  সমকাল নিউজ ২৪

এস.এম নুর আলম,চিরিরবন্দর ::

চিরিরবন্দরের পল্লীতে এক গৃহবধুকে পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে হ’ত্যা করে গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখার অ’ভিযোগ পাওয়া গেছে।

এ মর্মান্তিক হ’ত্যাকা’ন্ডটি উপজেলার ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি গ্রামে মহির চেয়ারম্যান পাড়ায় গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার ঘটেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম’রদেহ নামিয়ে সুরতহাল করে ম’য়নাত’দন্তের জন্য ম’রদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের ম’র্গে প্রেরণ করেছে।

জানা গেছে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর বাঙ্গালপাড়ার আব্দুল সালামের মেয়ে সালমা খাতুনের সাথে ২ বছর পূর্বে ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে সৌদি প্রবাসী শরিফুল ইসলামের কোর্ট ম্যারিজের মাধ্যমে এবং পরে পারিবারিকভাবে ২ লাখ টাকা যৌ’তুক ধার্য করে বিয়ে। বিয়ের ৬ মাস পরেই শরিফুল সৌদি আরবে পাড়ি জমায়। এরপর থেকেই বিভিন্ন সময় শ্বশুর শ্বাশুরীর সাথে তার মনোমানিল্য শুরু হয়। প্রায়ই সময় ঝগড়াঝাটি লেগেই থাকত। এরই লেশ ধরে

গত ১৮ অক্টোবর দুপুর ৩ টায় সালমার ম’রদেহ নিজ শয়নকক্ষে সেলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝোলানো অবস্থায় পাওয়া যায়। এ সংবাদটি শ্বশুর বাড়ির লোকজন আ’ত্মহ’ত্যার প্রচারণা চালানো শুরু করে।

লোকমূখে পেয়ে সালমার পিতা আব্দুস সালাম মেয়ের শ্বশুড় বাড়িতে এসে তার মেয়ের ঝুলানো ম’রদেহ দেখে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হ’ত্যা করে লা’শ ঝুলিয়ে রাখা হয়েছে। আমার মেয়ে নিজে নিজে আ’ত্মহ’ত্যা করলে গলায় লাগানো দড়ি মাথার পিছনে থাকত, কাধের দিকে থাকতনা। জিহবা বের হতো, পা ঝুলানো থাকত। কিন্তু আমার মেয়ের পা মেঝেতে লাগানো ছিল। আ’ত্মহ’ত্যার কোন সিনড্রোম ছিলনা।

অপরদিকে শ্বশুর শ্বাশুরী জানান, ওইদিন সকালে ডাক্তার দেখানোর জন্য আমরা উভয়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাই। দুপুরে বাড়ি ফিরে বৌমার ঝুলানো ম’রদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করি। থানায় পুলিশে সংবাদ দেই। বৌমার সাথে আমাদের সুসম্পর্ক ছিল।

এদিকে চিরিরবন্দর থানার উপ পরিদর্শক এস আই আশরাফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম’রদেহ স্থানীয় লোকজনের সহযোগিতায় নামিয়ে সুরতহাল করি। কিছু সন্দেহজনক আলামত পাওয়া গেছে। প্রকৃত ঘটনা জানার জন্য ম’রদেহ ম’য়না ত’দন্তের জন্য ম’র্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই প্রকৃত তথ্য জানা যাবে। এ ঘটনায় আপাতত একটি অ’পমৃ’ত্যু মা’মলা রেকর্ড করা হয়েছে।

 

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
দিনাজপুর বিভাগের সর্বশেষ
দিনাজপুর বিভাগের আলোচিত
ওপরে