১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

ছাতকে মন্ডলপুর পয়েন্ট থেকে ঝিগলী পয়েন্ট পর্যন্ত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

  সমকালনিউজ২৪

মিলাদ হোসেন শুভ/ছাতক (সুনামগঞ্জ) ::

সুনামগঞ্জে ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর-ঝিগলী সড়কের মন্ডলপুর পয়েন্ট থেকে ঝিগলী পয়েন্ট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে।

ফলে মন্ডলপুর, জহিরপুর, হাশামপুর, ঝিগলী,মন্ডলপুর বাজার সহ কমপক্ষে ৬টি গ্রামের চলাচল করছেন এই রাস্তা দিয়ে। এতে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় এ সড়কটিতে যানবাহন তো দূরের কথা মানুষের চলাচলই দুরহ হয়ে পড়েছে।মন্ডলপুর পয়েন্ট থেকে ঝিগলী পয়েন্ট পর্যন্ত এ রাস্তার অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ এ রাস্তার সাথে সংযুক্ত রয়েছে হাজী জামাল উদ্দিন উচ্চবিদ্যালয়,ঝিগলী স্কুল এন্ড কলেজ,মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এ সড়কটি প্রধান যোগাযোগের মাধ্যম হওয়ায় প্রতিনিয়ত চরম ভোগন্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ ছাড়া এলাকাবাসী জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন দূর্ঘটনায় শিকার হচ্ছেন।

এ ব্যাপারে আর জানান হাজী জামাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক জনাব হেলাল আহমদ চৌধুরী জানান,মন্ডলপুর পয়েন্ট থেকে ঝিগলী পয়েন্ট পর্যন্ত রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন উক্ত রাস্তটি সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে।

এ ব্যাপারে মুঠোফোনে কথা বলতে মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলা প্রকৌশলী (এলজিইডি)আবুল মনসুর জানান,মন্ডলপুর পয়েন্ট থেকে ঝীগলী পয়েন্ট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা মেরামতের কোন বাজেট আপাতত হয়নি। আগামীতে গ্রামীন অবকাঠামোর বাজেট থেকে ওখানে মেরামত করা হবে।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
সুনামগঞ্জ বিভাগের সর্বশেষ
সুনামগঞ্জ বিভাগের আলোচিত
ওপরে