২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে আটক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রবাসীদের এগিয়ে আসার...

ছাতকে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 মীর আমান মিয়া লুমান, ছাতকঃ সমকালনিউজ২৪

সুনামগঞ্জের ছাতকে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সক্রিয় অবস্থানে। ঈদের পর লকডাউনের তৃতীয় দিন রবিবার (২৫ জুলাই) সকাল থেকেই মাঠে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।

স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আদায় করা হয়েছে জরিমানা।

জানা গেছে, ছাতক শহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন।

এ সময় বিভিন্ন ব্যবসায়ীদের ও পথচারীদের সর্তক করে দেওয়া হয়। অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। শহরে সেনাবাহিনীদের সতর্কতামূলক মাইকিং করতে দেখা গেছে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন জানান, লকডাউন কার্যকর করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
সুনামগঞ্জ বিভাগের সর্বশেষ
সুনামগঞ্জ বিভাগের আলোচিত
ওপরে