১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা আমতলী সদর ইউপি নির্বাচন হত্যা মামলার আসামি চেয়ারম্যান... মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতির ভাবীর ইন্তেকাল

ছাতকে হাজী আব্দুল নুর আদর্শ শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

 ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

সুনামগঞ্জের ছাতকে হাজী আব্দুল নুর আদর্শ শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান -২০২৩ সম্পন্ন হয়েছে। ৯ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার হায়দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার রহমান তোতা মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাজী আব্দুল নুর আদর্শ শিক্ষা বৃত্তির পৃষ্টপোষক ও পরিচালক, শিক্ষানুরাগী এবং যুক্তরাজ্য প্রবাসী মো. সাজ্জাদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গৌছ উদ্দিন খাঁন,আনুজানি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, গীতিকার মুজিবুর রহমান মালদার, হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মধু মিয়া, শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, কবি ইমামুল ইসলাম রানা, ঝিগলি স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য আবুল হাসনাত, ভয়েস অব আমেরিকা বাংলা চ্যানেলের বিশেষ প্রতিনিধি জহিরুল ইসলাম হীরা, হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক অভিভাবক হুসিয়ার হায়দার, শিক্ষানুরাগী সদস্য ফয়জুল করিম, সাবেক শিক্ষানুরাগী সদস্য মাওলানা মিজানুর রহমান মামুন, আব্দুল মালিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হাসান আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ মতিউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফারুক মিয়া, মোঃ সোনা মিয়া, অভিভাবক সদস্য মোঃ জিতু মিয়া, মোঃ আফরাজ মিয়া, জয়নাল আবেদিন গণি, তোতা মিয়া, শানুর আলী সাজন, মোঃ আহাদ মিয়া, সিনিয়র শিক্ষক আবুল কাওছার, শিক্ষক মোহাম্মদ ময়নুল হক, সুহেল রানা, তৌফিকুর রহমান লদু, মোঃ সেলিম মিয়া, রিছনা আক্তার কলি, মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

শেষে বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
সুনামগঞ্জ বিভাগের সর্বশেষ
সুনামগঞ্জ বিভাগের আলোচিত
ওপরে