২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

জনপ্রিয় নায়িকা মুনমুন ভয়ঙ্কর অপরাধী

 অনলাইন ডেস্ক সমকালনিউজ২৪

‘মুনমুন’ ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের বেশ আলোচিত একটি নাম। ১৯৯৭ সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু তার। ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই অভিনয় করেছেন এই নায়িকা।

আলোচোনায় থাকার পাশাপাশি হয়েছেন বেশ সমালোচিতও। আর তাই ২০০৩ সালের পরে চলচ্চিত্র থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন মুনমুন।

বেশ লম্বা সময় বিরতি নিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন মুনমুন। তবে এবার আর নায়িকা হিসেবে নয় বরং খল চরিত্রে দর্শক মুনমুনকে দেখবে পর্দায়। সম্প্রতি ‘তোলপাড়’, ‘রাগী’ ও ‘পদ্মার প্রেম’ নামে ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

মুনমুন বলেন, ‘এবার দর্শক তাকে দেখবে একজন ভয়ঙ্কর অপরাধীর চরিত্রে। মিজানুর রহমান মিজানের ‘তোলপাড়’ ছবিতে তাকে এমন চরিত্রে দেখা যাবে। এদিকে একই নির্মাতার ‘রাগী’ ছবির কাজও শেষদিকে। এ ছবিতে আমাকে দর্শক প্রথমে পজিটিভ এবং পরে নেগেটিভ চরিত্রে দেখতে পাবেন। বলতে গেলে এক কথায়, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খারাপ পথ বেছে নেয় মেয়েটি। এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছি। পুরো ছবিতে অ্যাকশনও রয়েছে।

এদিকে হারুন-উজ-জামানের ‘পদ্মার প্রেম’ ছবিতেও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছি। এত আমার বিপরীতে রয়েছেন আলেকজান্ডার বো।’

এদিকে জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে নির্মিত হয়েছে বায়ো-ডকুমেন্টরি। মাস ছয়েকের মাঝে বায়ো-ডকুমেন্টরিটি আন্তর্জাতিক ভাবে প্রদর্শিত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে মুনমুন বলেন, ‘মাস খানেক আগে ব্রিটেনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে শুটিং করে গেছে। তারা আমার সম্পর্কে বেশ অনেক দিন গবেষণা করে পরে আমার সাথে যোগাযোগ করেছে। তারা ভারত থেকে একজন মেকআপ ম্যান ও পাকিস্তানের একজন নায়িকা ও আমাকে নিয়ে বায়ো-ডকুমেন্টরিটি নির্মাণ করেছে।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে