২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কোম্পানীগঞ্জে মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে... পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬... ঢাকায় আটক হলেন যশোর আওয়ামী লীগ নেতা শাহারুল চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত চাঁদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ যুবক-যুবতী আটক

জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

 জয়পুরহাট প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাই উপজেলার ভূগোল গ্রামের মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল (৬৫) ও একই গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডল (৪২)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ভূগোল গ্রাম থেকে ব্যাটারীচালিত একটি অটোভ্যান দুইজন যাত্রী নিয়ে পুনট বাজারে আসছিল। অপরদিকে প্রাইভেট কার বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় পৌঁছালে প্রাইভেট কার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানের দুই যাত্রী মারা যান।

এরপর স্থানীয়রা নিহতদের তাদের বাড়িতে নিয়ে যান। আর এ ঘটনায় প্রাইভেট কার চালককে পুলিশ আটক করলে স্থানীয়রা পুলিশের হাত থেকে চালককে ছিনিয়ে নিয়ে ভূগোল গ্রামে নিয়ে যায়। পরবর্তী সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের হাত থেকে প্রাইভেটকার চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে