১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

  সমকালনিউজ২৪

নিউজ ডেস্কঃ

জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন। এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে এ নির্বাচনকে ঘিরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। নির্বাচনে ৫ প্যানেলে মোট ৮৯ জন প্রার্থী রয়েছেন। ডিইউজে ইতিহাসে এবারই সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সভাপতি প্রার্থী রয়েছেন ৫ জন। তারা হলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী, নাসিমা আক্তার সোমা। সহ-সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন- আতিকুর রহমান চৌধুরী, এমএ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, ফিরোজ আলম মিলন, মো. মোশারফ হোসেন।

সাধারণ সম্পাদক পদে মোট ৮ প্রার্থী। তারা হলেন- আকতার হোসেন, অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ।

যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী আছেন ৫ জন। খায়রুল আলম, মনিরুজ্জামান উজ্জল, মহিউদ্দিন কাদের, মানিক লাল ঘোষ, রফিক আহমেদ।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন ৪ জন। আশরাফুল ইসলাম, জগলুল কবির নাসির, রেজাউল করিম, সাহাদাৎ রানা।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এ জিহাদুর রহমান জিহাদ, গোলাম মুজতবা ধ্রুব, মতলু মল্লিক, মামুন আবেদীন, শফিক রহমান।

প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৪ জন। আছাদুজ্জামান, একেএম ওবায়দুর রহমান, এম শাহজাহান, কায়সার হাসান।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৫ জন। দুলাল খান, ফজলুল হক বাবু, মহিউদ্দিন পলাশ, মোস্তফা কামাল সুমন মোস্তফা, মো. সাজেদুল ইসলাম রাজু।

জনকল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এম জহিরুল ইসলাম, জাহিদা পারভেজ ছন্দা, সমীরন রায়, সোহেলী চৌধুরী, রাজীব উদ দৌলা চৌধুরী।

দফতর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৪ জন। আমানউল্লাহ আমান, এম সাইফ আলী, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন। তারা হলেন- অনজন রহমান, অজিত কুমার মহলদার, আকলিমা বেগম লিমা, আনিছুর রহমান, আব্দুল বাসেত আকন, আব্দুস সালাম, ইব্রাহিম খলিল খোকন, ইসমত জেরিন, ইস্রাফিল হাওলাদার, এএম শাহজাহান মিয়া, এম মামুন হোসেন, এসএম বাবুল হোসেন, জাফর আহমদ, জিএম মাসুদ ঢালী, নাইম আহমেদ জুলহাস, নাসির উদ্দিন বুলবুল, ফারুক মজুমদার, মহসিন বেপারী, মো. আনিসুর রহমান রাহাদ, মোহাম্মদ মহসীন আলী, মোতাহার হোসেন, মো. সফিউর রহমান, মো. রফিকুল ইসলাম, রাজু হামিদ, ফারজানা সুলতানা, শেখ মোহাম্মদ আমিনুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শাহনাজ পারভিন এলিস, শাহিন বাবু, সাকিলা পারভিন, সিকে সরকার, সালাম মাহমুদ, সালাহ উদ্দিন আহমেদ, সলিম উল্লাহ সেলিম, সায়েদুল ইসলাম বাদল, সাহীন কাওসার, সুরাইয়া অনু, সিদ্ধার্থ শংকর ধর।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে