২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

জামালপুরে পাওনা টাকা পরিশোধের দাবিতে পাট ব্যবসায়ীদের মানববন্ধন

  সমকালনিউজ২৪

জামালপুর সংবাদদাতাঃ

জামালপুরে বিজেএমসির নিকট থেকে পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা পাট ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শতাধিক পাট ব্যবসায়ী।

মানববন্ধনে পাট ব্যবসায়ীরা বলেন, দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের ২০১৬-২০১৭ সাল থেকে এ পর্যন্ত বিজেএমসির নিকট ২৬৪ কোটি টাকা পাওনা রয়েছে।

জামালপুরে দুই শতাধিক ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির নিকট প্রায় ৩০ কোটি টাকা পাবে। বিজেএমসি ব্যবসায়ীদের এ টাকা পরিশোধ না করার কারণে পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। বারবার টাকা প্রদানের তারিখ নির্ধারণ করলেও, বিজেএমসি কোনো টাকা পরিশোধ করছে না।

ব্যবসায়ীরা আরও বলেন, জামালপুর কৃষিপ্রধান একটি জেলা। এ জেলায় প্রায় ২৯ হাজার ১৫০ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়। কিন্তু পাট ব্যবসায়ীদের কাছে টাকা না থাকার কারণে কৃষকদের নিকট থেকে পাট ক্রয় করতে পারছেন না। ফলে এ জেলার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে দেশের পাট ব্যবসায়ীদের টাকা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পাট ব্যবসায়ীরা।

জামালপুর জেলাবপাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, সরিষাবাড়ির পাট ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রউফ চাঁন, দেওয়ানগঞ্জ উপজেলার পাট ব্যবসায়ী নেতা জিয়াউর রহমান জিয়া, ইসলামপুরের পাট ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন প্রমূখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
জামালপুর বিভাগের সর্বশেষ
জামালপুর বিভাগের আলোচিত
ওপরে