২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে আটক

জুমার দিন প্রতি কদমে ১ বছরের নফল নামাজ ও রোজার নেকী পাওয়া যায় যেসব আমলে

  সমকালনিউজ২৪

download (6)

মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মত করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না। আর ভালোবাসতে পারেনও না। আর আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত। যাহার তলদেশে দিয়ে নহর প্রবাহিত করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার পরেই আমাদেরকে অত্যধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় রাসূল (সাঃ)। রাসূল (সাঃ)সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাযাত পেতে পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি। তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল । যে আমলটি করার ফজিলত অপরিসীম। আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সব সময় করার। আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা।

দয়ার সাগর নবী কারীম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনঃ

১। ভালোভাবে জামা কাপড় ধুইবে।

২। উত্তম রূপে গোসল করবে।

৩। সবার আগে মসজিদে যাবে।

৪। পায়ে হেঁটে মসজিদে যাবে।

৫। ইমামের কাছাকাছি বসবে।

৬। মনযোগ সহকারে খুৎবাহ শুনবে।

৭। কারও সাথে কোন কথাবার্তা বলবে না।

“জুমার দিন এই ৭টি বিষয়ের উপর আমলকারীদের আল্লাহ তা’আলা তাদের প্রতি কদমের (পা ফেলা) বিনিময়ে ১ হাজার নফল নামাজ ও ১ বছরের নফল রোজার সওয়াব দান করবেন”। সুবহানাল্লাহ্ ।

(সূত্রঃ তিরমজী, আবূ দাউদ, ইবনে মাজা, মিশকাত)

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে