২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি... বৃষ্টির জন্য মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা বরগুনায় পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার-১ চাঁদপুরে ভূয়া কাবিননামা তৈরী, কাজী ও তার সহযোগী

জৈন্তাপুরে জেএসসিতে পাসের হার ৯৫.২৬%, জেডিসিতে ৭৯.৫৫ শতাংশ

  সমকালনিউজ২৪

শোয়েব উদ্দিন,জৈন্তাপুর ::

জুনিয়র স্কুল সার্র্টিফিকেট ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সালে জৈন্তাপুর উপজেলায় ৬০২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীণ হয়েছেন ৫৭৪৭ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ২২টি প্রতিষ্ঠান থেকে ৩০১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৮১৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন পরীক্ষার্থী।

উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক শাখা, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল থেকে জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জন করে। উপজেলায় পাশের হার ৮৭.৪০%।

অপরদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ১০৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০১১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৯৩২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন পরীক্ষার্থী। তবে প্রাথমিকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উপজেলায় পাশের হার ৯৭.১৫%।

ফলাফল বিশ্লেষণে উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থায় বিগত বৎসর গুলোর তুলনায় এবার প্রাথমিক জেএসসি ও জেডিসিতে পাশের হার বিগত চেয়ে কম।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
সিলেট বিভাগের সর্বশেষ
সিলেট বিভাগের আলোচিত
ওপরে