২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি মন্ত্রী —–ড. আব্দুর রাজ্জাক

 মোহাম্মদ মোজাম্মেল হক, টাঙ্গাইল সমকালনিউজ২৪

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নের্তৃত্বে গত ১০ বছরের এ দেশ খাদ্যে সয়ংসম্পুর্ন হয়েছে। তার বলিষ্ট নের্তৃত্বের কারনেই দেশ আজ অনেক এগিয়েছে। আমাদের আর অন্য দেশের উপর হাত পাততে হচ্ছে না। তিনি শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলীমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো. আহাদুজ্জামান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম ও চলচিত্র অভিনেতা মো. মিশা সওদাগর প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রী বলেন, আমরা যখন বিদেশে যাই তখন সে দেশের সাংবাদিকরা প্রশ্ন করে বলেন, আপনারা কি আলাদিনের চেরাক পেয়েছেন যে,আপনাদের দেশ তারাতাড়ি খাদ্যে সয়ং সম্পুর্ন হয়ে গেল। তখন আমরা তাদের বলি, আমরা আলাদিনের মত কোন প্রদীপ বা চেরাক পাইনি। আমরা পেয়েছি শেখ হাসিনার মত একজন মহান ব্যক্তি ।তার বলিষ্ট নের্তৃত্ব ও দিক নির্দেশনাই দেশ আজ খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
টাঙ্গাইল বিভাগের সর্বশেষ
টাঙ্গাইল বিভাগের আলোচিত
ওপরে