২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কোম্পানীগঞ্জে মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে... পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬... ঢাকায় আটক হলেন যশোর আওয়ামী লীগ নেতা শাহারুল চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত চাঁদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ যুবক-যুবতী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুলে ভরা রেল কর্তৃপক্ষের নোটিশ

 মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও সমকাল নিউজ ২৪

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে যাত্রীকে জরিমানা করার দায়ে টিটিকে মারধরের ঘটনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি প্রত্যাহার করা হয়েছে। স্টেশন ভবনের দেয়ালে এ সম্পর্কিত একটি নোটিশ টানায় স্টেশন কর্তৃপক্ষ। হাতে লেখা এই নোটিশে বেশ কিছু বানান ভুল করে হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এই নোটিশ টানানো হয়। শুক্রবারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জরুরী নোটিশের পরিবর্তে লেখা হয়েছে ‘জরুলী নুটিস’। এছাড়া তারিখ, কর্তৃপক্ষসহ আরও ছয়টি বানান ভুল করা হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ রেল স্টেশনে অফিসার গোলাম রব্বানীর কাছে জানতে চাওয়া হলে কোন সদুত্তর দিতে পারেন নি তিনি।

একটি গুরুত্বপূর্ণ নোটিশে এমন উদাসীনতায় এলাকার সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের টিটিকে মারধরের ঘটনায় আজ পীরগঞ্জ রেল স্টেশনে সকল প্রকার ট্রেনের যাত্রা বিরতি স্থগিত রয়েছে। এ ঘটনায় মারপিটের নেতৃত্ব দেওয়া যাত্রীর স্বামী রিচার্ডসহ ১১ জনকে আসামি করে দিনাজপুর থানায় একটি মামলা দায়ের করেছেন রেল কর্তৃপক্ষ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঠাকুরগাঁও বিভাগের সর্বশেষ
ঠাকুরগাঁও বিভাগের আলোচিত
ওপরে