মোঃ ইলিয়াস আলী,ঠাকুরগাঁও ::
পেঁয়াজের দাম যেন কমছেই না। দেশের বিভিন্ন বাজারে এখনও পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা দরে।
তার ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ১৯০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ ৷
বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন বাজারে এই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ৷
পেঁয়াজ ক্রেতা ও হোটেল মালিক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০০ টাকা পেঁয়াজের কেজি আমরা কল্পনাও করতে পারিনি ৷ আমি বালিয়াডাঙ্গীর কয়েকটি দোকান ঘুরে দেখলাম সব দোকানেই ২০০ টাকায় কেজি কোথাও কম নেই । অথচ এক সপ্তাহ আগেও যার দাম ছিল ১২০-১৩০ টাকা ৷ পেঁয়াজের দাম বেশি হওয়ায় আমি পেঁয়াজের বোড়া বানাতে পারছিনা ৷ বৃদ্ধির বিষয়টি ইউএনও মহোদয়কে দেখার অনুরোধ করছি ৷
ক্রেতা রাজু হাসান বলেন, পেঁয়াজের দাম বাড়ায় দুর্ভোগে পড়েছি আমরা সাধারণ ক্রেতারা। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট করে পেঁয়াজ মজুদ রেখে বাজারে সংকট দেখাচ্ছে। তাই দ্রুত ভ্রাম্যমাণ অ’ভিযান চালানোর দাবি জানাচ্ছি।
কাঁচামাল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, আমরা আড়ৎ থেকে ১৯০ টাকা ক্রয় করে নিয়ে আসছি আর যাতায়াত খরচসহ আমাদের ১৯৫ টাকা পড়ে যাচ্ছে তাই আমরা ২০০ টা বিক্রি করছি ৷
বালিয়াডাঙ্গীর ইউএনও খায়রুল আলম সুমন এর মুঠোফোনে বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাওয়ার জন্য কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি ৷
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’




 
	

























