২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সরকারি পুকুর হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

  সমকালনিউজ২৪

মোঃ ইলিয়াস আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের উপজেলার চাপধা ঈদ গাহ নির্মাণে সরকারি পুকুর হতে অবৈধ ভাবে বালি উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারি পুকুরে বালুড্রেজার ম্যাশিন বসিয়ে ১ মাস যাবত বালু উত্তোলন করছে৷সাবেক আর্মি রকিম ও প্রফেসর সুয়েল বালু উত্তোলন করে ইদগাহ নির্মানের নামে বালুগুলো বিক্রি করছে ৷

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের চাপধা গ্রামের চাপধা পুকুর হতে বালু উত্তোলন করা হয়৷ সরকারী পুকুরের বালু কেনো উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে সোহেল বলেন, আমি একাই কেনো তুলব এটা তো ঈদগাহ জন্য তোলা হয়েছে ৷ চাপধা ঈদগাহ কমিটি তো নাই মসজিদ কমিটি সভাপতি রকিম আর্মি সব কিছু বলতে পারবে৷বালু উত্তোলনের বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ হয়েছিল ৷

এই বিষয়টা সবাই জানে৷ আজ আমরা ইউএনও অফিসে বসছিলাম৷বর্ষা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছিল ৷ এক সাথে বসে সব ঠিক করেছি৷আমি হচ্ছি এর হেড৷ সোহেল বলে সরকারি পুকুরটি আমার নামেই লিজ আছে৷বালু উত্তোলন করলে কোনো সমস্যা নাই৷ এতে আরো মাছের জন্য ভালো৷ আপনি ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলেন৷ চাবধা মসজিদ কমিটির (সাবেক আর্মি) রকিম উদ্দিন বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন ৷ ঈদগাহ উন্নয়নের জন্য বালু উত্তোলন করা হয়েছে ৷ বিষয়টি ইউএনওকে বলা হয়েছে ৷ বালু উত্তোলনের অনুমতি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ দিয়েছে ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক গ্রামবাসীরা বলেন,আমরা এই পুকুর পারে প্রায় ৪৭ টি পরিবার বসবাস করি ৷ ঈদগাহ নির্মাণের নামে বালু উত্তোলন করে বিক্রি করছে ৷ রুহিয়া গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে সোহেল ও মসজিদ কমিটির সভাপতি চানমোহাম্মদের ছেলে রকিম উদ্দিন (সাবেক আর্মি) পুকুরে যেভাবে বালু উত্তোলন শুরু করছে অল্প কিছু দিনের মধ্যে পুকুরের পারে বাড়ি গুলো ভেঙ্গে পুকুরে তলিয়ে যাবে৷আমরা এর প্রতিকার চাই৷ এ প্রসঙ্গে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐই বালু দিয়ে আমি ঘর বানাবো ৷

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঠাকুরগাঁও বিভাগের সর্বশেষ
ঠাকুরগাঁও বিভাগের আলোচিত
ওপরে