২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কোম্পানীগঞ্জে মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে... পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬... ঢাকায় আটক হলেন যশোর আওয়ামী লীগ নেতা শাহারুল চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত চাঁদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ যুবক-যুবতী আটক

ডাবল সেঞ্চুরি, মাইলফলক স্পর্শ করলেন আলিম দার

 অনলাইন ডেস্কঃ সমকাল নিউজ ২৪

আম্পায়ার হিসেবে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের আলিম দার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে দুইশোতম ম্যাচে দায়িত্ব পালন করলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অফিসিয়াল ওয়ানডেতে ২০০ ম্যাচে দায়িত্ব পালন করা তৃতীয় আম্পায়ার হলেন আলিম দার। এর আগে এমন কীর্তি গড়েছেন মাত্র দুইজন আম্পায়ার। তারা হলেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেন ও নিউ জিল্যান্ডের বিলি বাওডেন।

এর মধ্যে সবচেয়ে বেশি ২০৯টি ওয়ানডেতে পালন করেছেন কোয়ের্তজেন। সমান ২০০টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেন বাওডেন।

আলিম দার ২০০৪ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আম্পায়ারের এলিট প্যানেলে তালিকাবদ্ধ হন। ২০০৯ থেকে ২০১১ টানা তিন বছর নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা আম্পায়ার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনে এরই মধ্যে রেকর্ড গড়েছেন ৫০ বছর বয়সী আলিম দার। টি-টোয়েন্টিতে এরই মধ্যে ৪৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ আম্পায়ার আলিম দারের জন্য হবে পঞ্চম বিশ্বকাপ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে