২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

ঢাকা আইজীবি সমিতি’র সভাপতি এ্যাড. গাজী মোঃ শাহ আলমকে আমতলী পৌরসভা কর্তৃক সংবর্ধনা প্রদান

 হায়াতুজ্জামান মিরাজ,আমতলী, সমকালনিউজ২৪

আমতলীর কৃতি সন্তান ও ঢাকা আইনজীবি সমিতি’র সভাপতি এ্যাড. গাজী মোঃ শাহ আলমকে আমতলী পৌরসভা থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবি সমিতি’র সভাপতি এ্যাড. গাজী মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম মৃধা ও গাজী মোঃ শাহ আলমের সহ-ধর্মিনী সুপ্রীম কোর্টের আইজীবি মোসাঃ তানজিদ সুলতানা।

বক্তব্য রাখেন বরগুনা জেলা আইনজীবি সমিতি’র সহ-সভাপতি এ্যাড. এমএ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব মোঃ সামসুদ্দিন আহম্মেদ ছজু, চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ মহসিন, প্রমুখ।

সংবর্ধনা সভার শুরুতে প্রধান অতিথি আমতলীর কৃতি সন্তান ও ঢাকা আইনজীবি সমিতি’র সভাপতি এ্যাড. গাজী মোঃ শাহ আলমকে আমতলী পৌরসভা মেয়র উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আমতলী পৌরসভার সকল কাউন্সিলরগন, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে ঢাকা আইনজীবি সমিতি’র সভাপতি এ্যাড. গাজী মোঃ শাহ আলম সকল অতিথিদের নিয়ে আমতলী পৌরসভার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে