২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

ঢাকা দক্ষিণের নতুন মেয়র তাপস

  সমকালনিউজ২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেলো নতুন মেয়র। নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফলে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

এবারের নির্বাচনে দক্ষিণে মোট ভোটকেন্দ্র ছিল ১ হাজার ১৫০টি। এর মধ্যে শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪,২৮,৫৯৫ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন পেয়েছেন ২,৩৬,৫১২ ভোট।

শনিবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত মঞ্চে রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করছেন। তিনি জানান, এবার ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ২৯ শতাংশ ভোট পড়েছে।

এবারের সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলে। তবে, ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফল থেকেও এর প্রতিফলন দেখা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বড় দুই দলের প্রার্থীই ভোটারদের কম উপস্থিতির বিষয়টি উল্লেখ করেছিলেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে